ভাব-সম্প্রসারণ: সুসময়ে অনেকে বন্ধু হয় বটে , অসময়ে হায় হায় কেউ কারো নয় | JSC, SSC, HSC
সুসময়ে অনেকে বন্ধু হয় বটে, অসময়ে হায় হায় কেউ কারো নয়।
মূলভাব : সময়েই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় । সুখের দিনে যারা বন্ধুত্বের হাত বাড়ায় তারা প্রকৃত বন্ধু কি না তা দুঃখের মুহূর্তে স্পষ্ট হয়ে যায় ।
সম্প্রসারিত ভাব : সুসময়ে মানুষের বন্ধুর অভাব হয় না । সুসময়ে এমন অনেক লোক বন্ধু হিসেবে হাজির হয় , যাদেরকে আগে কখনও দেখা যেত না । বন্ধুর সুসময়ে এরা সর্বক্ষণ কাছে কাছে থাকে এবং প্রতিনিয়ত তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে । তাই জগতে সচ্ছল ও সম্পদশালী মানুষের বন্ধুর অভাব হয় না । স্বার্থ হাসিলের আশায় বন্ধু সেজে অনেকেই তোষামোদকারী ও চাটুকারের ভূমিকায় অভিনয় করে । পুষ্প থেকে মধু আহরণ শেষে মধুমক্ষিকা যেমন উড়ে যায় , তেমনি স্বার্থ হাসিলের পর অনেক বন্ধু বন্ধুত্বের কৃত্রিম সম্পর্ক ছিন্ন করে দূরে সরে যায় । সুসময়ে যেসব লোক বন্ধু বেশে এসে চারপাশে ভিড় জমায় , বিপদের দিনে বা সংকটকালে তাদের কোনো নাগাল পাওয়া যায় না । এ শ্রেণির বন্ধু প্রকৃত বন্ধু নয় । এরা স্বার্থপর ও কপট । এরা শত্রুর চেয়েও বিপজ্জনক । বন্ধুকে বিপদে ফেলে যখন এরা চলে যায় তখন তাদের প্রকৃত রূপ ধরা পড়ে । প্রকৃত বন্ধু দুঃখের দিনে নিজের সকল সামর্থ্য দিয়ে বন্ধুকে রক্ষা করে । তাই বন্ধুত্বের পরীক্ষা হয় বিপদের দিনেই , সুখের দিনে নয় । দুঃখের দিনে যারা পাশে থাকে তাদেরকেই প্রকৃত বন্ধু হিসেবে মনে করা উচিত ।
মন্তব্য : দুঃখের সময়ই প্রকৃত বন্ধুর পরিচয় স্পষ্ট হয় । সুখের সময়কার বন্ধুদের অনেকেই দুঃখের সময় থাকে না ।
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!