কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ / প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো

প্রতিবেদন: কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ / প্রতিযোগিতা

আলোচ্য বিষয়:
👉🏻তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ / প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ।
কলেজে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ / প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো
সভাপতি ,
‘ — ’মহাবিদ্যালয় ছাত্র সংসদ।
অধ্যক্ষ , ‘ — ’মহাবিদ্যালয় ।

বিষয় : কলেজ ছাত্র সংসদ আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কিত প্রতিবেদন।

জনাব ,

আপনার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে গত '—'থেকে '—' তারিখ পর্যন্ত কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে নিম্নোক্ত প্রতিবেদন পেশ করলাম ।

১. গত ' – 'তারিখ থেকে' – 'তারিখ পর্যন্ত কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন করা হয়েছে । কলেজের ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এই সপ্তাহের আয়োজন করে । এতে যেসব বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো : হামদ - না'ত , কবিতা আবৃত্তি , বিতর্ক প্রতিযোগিতা , নির্ধারিত বক্তৃতা , উপস্থিত বক্তৃতা , গল্প বলা , আধুনিক গান , রবীন্দ্র সংগীত , নজরুল গীতি , পল্লিগীতি ইত্যাদি ।

২. কলেজের সকল শ্রেণির নিয়মিত ছাত্র - ছাত্রীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এই প্রতিযোগিতায় সকল বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ছিল ৬০ জন । প্রতিদিন প্রথম তিন ঘণ্টা নিয়মিত ক্লাসের পর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সকল ছাত্র - ছাত্রী ও অধ্যাপক এই প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদেরকে উৎসাহিত করেন ।

৩. প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীগণকে পুরস্কৃত করার ব্যবস্থা ছিল । পুরস্কার হিসেবে বাছাই করা মহামূল্যবান বই - পুস্তক প্রদান করা হয়েছে । পুরস্কারের মোট মূল্যমান ছিল ৫ হাজার টাকা । প্রতিযোগিতায় সকল শ্রেণির ছাত্র - ছাত্রীরাই অংশগ্রহণ ও সফলতা অর্জন করেছে । প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে প্রথম বর্ষ স্নাতক ( মানবিক ) শ্রেণির দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে দ্বাদশ ( বিজ্ঞান ) শ্রেণির মনিরা আক্তার পুরস্কৃত হয়েছে । তাদের প্রতিযোগিতার বিষয় ছিল যথাক্রমে উপস্থিত বক্তৃতা এবং নজরুল গীতি ।

৪. সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত , সঙ্গে ছিলেন কলেজ অধ্যক্ষ মহোদয় ৷

৫ . অনুষ্ঠানের সকল দিনই বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং ছাত্র - ছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে প্রতিযোগিতা উপভোগ করে । সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে কলেজের ছাত্র - ছাত্রীদের বিপুল উৎসাহ প্রতিফলিত হয়েছে । অনুষ্ঠান খুবই সাফল্যমণ্ডিত হয়েছে ৷

৬ . সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে কলেজের ছাত্র - ছাত্রীদের বিপুল উৎসাহ প্রতিফলিত হয়েছে । অনুষ্ঠান খুবই সাফল্যমণ্ডিত হয়েছে ৷

৭. সমগ্র প্রতিযোগিতায় কিছু অব্যবস্থাপনাও দেখা গেছে । ভবিষ্যতে এসব অব্যবস্থাপনা যাতে না থাকে সেদিকে নজর রাখতে হবে ।

আপনার বিশ্বস্ত-
আবদুল কাদির
সহযোগী অধ্যাপক , দর্শন বিভাগ