জাতীয় জীবনে টেলিভিশনের গুরুত্ব | প্রবন্ধ রচনা

জাতীয় জীবনে টেলিভিশনের গুরুত্ব

সূচনা:

টেলিভিশন যন্ত্রটি এবং শব্দটি বিদেশী ( ল্যাটিন ) শব্দ হতে গৃহীত হয়েছে । ‘ টেলি ’ ( tele ) শব্দের অর্থ দূরত্ব এবং ভিসিও ' ( visio ) শব্দের অর্থ দেখা । অতএব , ‘ টেলিভিশন ’ শব্দের অর্থ পাড়ায় - দূর হতে দেখা । এ কারণে টেলিভিশনের বাংলা প্রতিশব্দ করা হয়েছে ' দূরদর্শন । টেলিভিশন আধুনিক বিজ্ঞানের অন্যতম বিশ্বয়কর অবদান । এটা বেতার যন্ত্রের পরিবর্তিত রূপ । বেতারে দূরের কথা শােনা যায় , টেলিভিশনে কথা শােনা যায় এবং যে মানুষ কথা বলে , তাকেও দেখা যায় । বেতারযােগে কথাবার্তা , গানবাজনা , বক্তৃতা , দৃশ্য ও ছবি প্রেরণের পদ্ধতিন নাম টেলিভিশন ।

টেলিভিশনের আবিষ্কার:

টেলিভিশন একদিনে আবিষ্কার হয়নি । পল নেপকউ নামে একজন জার্মান বৈজ্ঞানিক দূরের ছবি ও কথা একই সাথে শােনা ও দেখা সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন । ছবিকে ছায়া ও আলাের অসংখ্য ক্ষুদ্র অংশে বিভক্ত করে এটা সম্ভব । তাঁর অভিমতের উপর ভিত্তি করে পরীক্ষা - নিরীক্ষা চালানাে হয় এবং ১৯২৫ খ্রীস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী বেয়ার্ড টেলিভিশন যন্ত্র উদ্ভাবন করেন । ১৯৪৫ খ্রীস্টাব্দে এর বর্তমান রূপ লাভ করে ।

টেলিভিশনের ব্যবহার:

ইংল্যান্ড , আমেরিকা , জাপান প্রভৃতি দেশে বর্তমানে টেলিভিশন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে । আমাদের দেশে এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিদেশে বহু সংখ্যক চ্যানেলে নানা প্রকার অনুষ্ঠান প্রচার করা হয় কিন্তু আমাদের দেশে অল্পসংখ্যক চ্যানেলে কিছু কিছু প্রয়ােজনীয় ও বিনােদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয় মাত্র । কিন্ত বর্তমানে আমাদের দেশে চ্যানেলের সংখ্যা বাড়ছে।

জাতীয় জীবনে টেলিভিশনের গুরুত্বঃ

জাতীয় জীবনে টেলিভিশন বহুবিধ উপকার সাধন করতে পারে । এর মাধ্যমে নিরক্ষরতা দূর করা যায় এবং কৃষি পদ্ধতি ও শিল্প উৎপাদন পদ্ধতি শিক্ষা দেয়া যায় । এছাড়া , টেলিভিশন জনমত গঠনের জন্য বিশেষ সহায়ক । জনকল্যাণমূলক রাজনৈতিক চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করার সহজ মাধ্যম টেলিভিশন । সাহিত্য ও সংস্কৃতির বিকাশে টেলিভিশন বিশেষ সহায়তা দান করতে সক্ষম ।

অপকারিতা:

সঠিকভাবে পরিচালিত না হল টেলিভিশন অনেক অপকার সাধন করে । কুরুচিপূর্ণ নাটক , গান , ছবি প্রচার করে টেলিভিশন তরুণদের নৈতিক অধঃপতন ঘটাতে পারে । কতকগুলাে অশালীন অনুষ্ঠানের প্রতি তরলমতি ছেলেরা বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে এবং এর ফলে পড়াশুনার ব্যাঘাত ঘটে । এটা ব্যতীত টেলিভিশন পর্দার তীব্র আলিকরশ্মি দৃষ্টিশক্তির পক্ষেও হানিকর ।

উপসংহার:

টেলিভিশনের অপকারিতা যাই থাকুক , সঠিকভাবে পরিচালিত হলে এটা আমাদের জাতীয় জীবনে অশেষ কল্যাণ সাধন করতে পারে । সুদূর গ্রামাঞ্চলে যাতে এর ব্যাপক প্রচলন ঘটে এবং এর মূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে , সে বিষয়ে লক্ষ্য রাখা দরকার ।


আরো পড়ুন: