সারাংশ: অভ্যাস ভয়ানক জিনিস
অভ্যাস ভয়ানক জিনিস
প্রদত্ত অনুচ্ছেদ
অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত এক দিন মিথ্যা বলবে না। ছ'মাস ধরে এমনই করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়বে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা করো না, তাহলে সব প- হবে।
উক্ত অনুচ্ছেদর পরিপেক্ষিতে ৪টি সারাংশ দেওয়া হল:
সারাংশ লিখন →১
মানুষের স্বভাব ও অভ্যাস সহজে পরিবর্তন হয় না। তাই খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো মানুষ হতে চাইলে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এগোতে হবে।
সারাংশ লিখন →২
অভ্যাস মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। হঠাৎ করে বদল আনা সম্ভব নয়, তবে ধৈর্য ও নিয়মিত সাধনার মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করে তুলতে পারে।
সারাংশ লিখন →৩
মানুষ হঠাৎ করে খারাপ অভ্যাস ত্যাগ করতে গেলে ব্যর্থ হয়। কিন্তু ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করলে সত্যবাদিতা ও ভালো চরিত্র অর্জন সম্ভব।
সারাংশ লিখন →৪
সত্যবাদী বা ন্যায়বান হতে হলে ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে হবে। ধৈর্য ধরে ক্রমাগত চেষ্টা করলেই বদ অভ্যাস দূর করে ভালো অভ্যাস গড়ে তোলা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!