একটি আদর্শ মানের CV লেখার নিয়ম | Job Application লেখার নিয়ম

Job Application

CV = Curriculum vitae (British term). অন্যকথায় CV-কে Resume বলা হয়ে থাকে (American term) ।CV বা Resume লেখার ক্ষেত্রে অবশ্যই Cover letter সংযোজন করতে হবে ।

Cover letter

Cover letter-এর মূলত: চারটি অংশ থাকে । যেমন:

প্রথম অংশ : সম্বোধনের পর এই অংশে চাকরি সংক্রন্ত তথ্যাবলীর উৎস এবং লেখার উদ্দেশ্য উল্লেখ করতে হবে ।

দ্বিতীয় অংশ : এই অংশে Applicant বা প্রার্থীর্ চাকরির সংগে সম্পর্কিত তথ্যগুলো প্রাসঙ্গিক কিনা তা লেখতে হবে বা বলতে হবে ।

তৃতীয় অংশ : কেন একজন প্রার্থী উল্লেখিত চাকরটি পেতে ইচ্ছুক তার উপর ভিত্তি করে কিছু লেখতে হবে ।

চতুর্থ অংশ : এই অংশে প্রার্থী সাক্ষাৎকারের আণায় একটি request (অনুরোধমূলক ) বাক্য লেখে শেষ করতে হবে ।

একটি আদর্শ মানের CV লেখার নমুনা নিচে দেওয়া হলো :-

যে কোনো চাকরির আবেদনপত্রের জন্য নিচের নমুনাটিই যথেষ্ট যাকে সম্বোধন করে লেখা হচ্ছে তার পদবি বিজ্ঞাপনে দেয়া না থাকলে The Advertiser' বলে সম্বোধন করতে হবে। আর যদি পদবি দেয়া থাকে তাহলে অবশ্যই পদবি উল্লেখ করতে হবে।

16 April, 2025
The Advertiser,
P.O. Box No.D-10
Gulshan, Dhaka.

Sub: Application for the post of a/an....... (এইখানে যে পদের জন্য আবেদনপত্র তার নাম লেখতে হবে)

Sir,

I have come to know from the advertisement published in "The Daily Star" on 16 September, 2025 that you are going to appoint a (এখানে পদের নাম লেখতে হবে). I would like to offer myself as a candidate for the post. My necessary details are given below for your kind cosideration.

I hope, you would be kind enough to give me a chance to prove my ability for the post.

Yours truly,
Md. Rasel Rana
Enclosures:
(a) A complete resume/CV/Bio-Data.
(b) Two copies of photos.
(c) Attested copies of all certificates.

Resume/CV

1. Name    : Md. Rasel Rana
2. Father's Name :Abdul Malik
3. Mother's Name: Mst. Fatema Begun
4. Present Address: Ayapur, Patnitala, Naogaon.
5. Permanent Address: Do
6. Moblie: 01771728761
7. Date of Birth: 30-12-2001
8. Marital Status: Unmarried.
9. Religion: Islam
10. Nationality: Bangladeshi
11. Educational Qualification:

Name of Degree Board/University Class/Division Years of Pass
M.A. In English Dhaka University 2nd Class 2006
B.A.(Honours) in English Dhaka University 2nd Class 2005
H.S. C. Rajshahi Board 1st Division 2001
S.S.C. Rajshahi Board 1st Division 1999
12. Experience: Working as a... 
13. Skill: Computer Literacy
14. Language: Fluent in both Bangla and English.
15. Interest: Web Development
16. Reference: Dr. Fazlul Karim, Professor, Rajshahi Medical College.

N.B : উল্লেখ্য, Experience (12 no), Skill (13 No) , Language (14 No), Interest (15 No) and Reference (16 No) C.V লেখার ক্ষেত্রে বাধ্যতামূলক শর্ত নয় ।