বাগধারা কাকে বলে? | ১০০+ বাগধারার তালিকা অর্থ ও বাক্য রচনাসহ | বাংলা ব্যাকরণ

বাগধারা

বাগধারা অর্থ কথার ধারা । এর অন্য নাম বাগ্বিধি । ভাষায় এমন কিছু শব্দ বা শব্দসমষ্টি আছে যেগুলাে নিছক আভিধানিক অর্থ প্রকাশ করে না । বরং সাধারণ আভিধানিক অর্থের বাইরে গিয়ে অন্তর্নিহিত অর্থ বা বিশিষ্ট ভাব প্রকাশ করে । এগুলােকে বাগধারা বলা হয় । যেমন : আদার ব্যাপারি ' বললে সাধারণভাবে মনে করা যায় আদার ব্যবসা করে এমন ব্যক্তিকে বােঝানাে হচ্ছে । কিন্তু বাগধারা হিসেবে এর গভীর অর্থ হচ্ছে ' সামান্য ব্যক্তি । বাংলাসহ পৃথিবীর প্রায় সব ভাষাতেই বাগধারার ব্যবহার লক্ষ করা যায় । বাগধারা ভাষাকে সমৃদ্ধি দানকারী বিশিষ্ট সম্পদ বলে গণ্য । এটি ভাষায় শ্রুতিমধুরতা আনয়ন করে , পাশাপাশি ভাষার বিচিত্র অর্থ বহন ও প্রকাশের ক্ষমতাকে সম্প্রসারিত করে । রচনার প্রবহমানতা ও সুন্দরতম বিন্যাসে বাগধারা একান্ত আবশ্যক । শব্দের সাধারণ অর্থকে ছাড়িয়ে অন্তর্নিহিত দুর্লভ ভাব প্রকাশের ক্ষেত্রে বাগধারার গুরুত্ব অপরিসীম ।

বাগধারা কাকে বলে? | ১০০+ বাগধারার তালিকা অর্থ ও বাক্য রচনাসহ | বাংলা ব্যাকরণ

নিচে কিছু বাগধারার দৃষ্টান্ত দেওয়া হলাে :

অকূল পাথার ( কঠিন বিপদ ; মহাসংকট ) : ভর্তি পরীক্ষায় টিকতে না পেরে সজল অকূল পাথারে পড়ল ।

অন্তরটিপুনি ( মর্মপীড়াদায়ক ; অন্যের অজ্ঞাতে কারও অন্তরে গােপনে আঘাত ) ; ফারজানার কথার অন্তরটিপুনি অসহ্য ।

অমৃতে অরুচি ( ভালাে জিনিসে অনিচ্ছা ; পছন্দসই খাবারে অনিচ্ছা ) : এত ভালাে খাবার তবুও বলছ স্বাদ পাচ্ছি না , তােমার কি অমৃতে অরুচি ধরেছে ?

অরণ্যে রােদন ( বৃথা ক্রন্দন ; নিষ্ফল আবেদন ) : রফিকের কাছে টাকা ধার চাওয়া অরণ্যে রােদন মাত্র ।

অশ্বমেধ যজ্ঞ ( বিরাট আয়ােজন ; রাজকীয় আয়ােজন ) : মেয়ের বিয়েতে তুমি দেখছি অশ্বমেধ যজ্ঞ করে ফেলে ।

অক্কা পাওয়া ( মারা যাওয়া ) : গণপিটুনীতে ছিনতাইকারী অক্কা পেয়েছে ।

অকালবােধন ( অসময়ে আহ্বান ; অসময়ে আরম্ভ করা কাজ ) : হেমন্তে কাঁঠাল , এ যে দেখছি অকালবােধন ।

অনুরােধে টেকি গেলা ( অনুরােধে অসম্ভব কাজ করা ; সুপারিশে কাজ করা ) : সে কারও অনুরােধে টেকি গেলে না , বুদ্ধি খাটিয়ে কাজ করে ।

অদৃষ্টের পরিহাস ( ভাগ্যের বিড়ম্বনা ; কপালের ফের ) : দু দিন আগে যিনি রাজা ছিলেন , অদৃষ্টের পরিহাসে তিনিও ফকির হতে পারেন ।

আকাশ কুসুম ( অসম্ভব কল্পনা ) : হাতে পয়সা নেই অথচ দশতলা দালানের সখ , একেই বলে আকাশ কুসুম কল্পনা ।

আক্কেল গুড়ুম ( স্তম্ভিত ; হতবুদ্ধি অবস্থা ) : সভায় চেয়ারম্যানের মতাে লােকের মুখ থেকে কথাটা শুনে তখন সবার আক্কেল গুড়ুম অবস্থা ।

আখের গোছানাে ( ভবিষ্যতের ব্যবস্থা করা ; ভবিষ্যতে ভালাে থাকার ব্যবস্থা করা ) : ভালাে করে পড়াশােনা শেষ করাে , তবে তুমি তােমার আখের গােছানাের পথ খুঁজে পাবে ।

আটকপালে ( মন্দভাগ্য ; অভাগা ) ; আমার মতাে আটকপালের ভাগ্যে কোনাে সরকারি এমনকী বেসরকারি চাকরিও জুটবে না।

আমড়া কাঠের টেকি ( অকেজো লােক ) ; মান্নান কোনাে কাজের লােকই চেনে না , যতসব আমড়া কাঠের টেকি এনে কাজে লাগায় ।

ইচড়ে পাকা ( অকালে পাকা ) : আজকাল ছােট ছেলে - মেয়েরাও টিভি দেখে ইঁচড়ে পাকা হয়ে গেছে ।

ইদুর কপালে ( মন্দভাগ্য ; হতভাগ্য ) ; রাকিম সাহেব এমএসসি পাস করেও একটি চাকরি পেল না , এমন ইদুর কপালে লােক আর দেখি নি ।

ঈদের চাঁদ ( আকাক্ষিত বস্তু ) : দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে মা যেন আকাশের চাঁদ পেয়েছে ।

উড়নচণ্ডী ( অপব্যয়ী ; অমিতব্যয়ী ) ; তােমার মতাে উড়নচণ্ডী লােকের জন্যেই তাে সংসারে উন্নতি হচ্ছে না ।

উড়াে কথা ( গুজব ) : উড়াে কথায় কান দিতে নেই ।

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ( একের দোষ অন্যের ঘাড়ে ) : অপরাধ করল কাশেম আর শাস্তি পেল বরকত , একেই বলে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ।

উলুখাগড়া ( তুচ্ছ লােক ; গুরুত্বহীন লােক ) : রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় ।

উলুবনে মুক্তা ছড়ানাে ( বৃথা ) : বর্তমান কালের যুবকদের উপদেশ দেওয়া আর উলুবনে মুক্তা ছড়ানাে একই কথা ।

ঊনিশ বিশ ( সামান্য পার্থক্য ) : উনিশ - বিশ হলে অংকে মিলবে না ।

এলােপাথাড়ি ( বিশৃঙ্খলভাবে ) : এলােপাথাড়ি কাজে উন্নতি করা সহজ নয় ।

এককথার মানুষ ( দৃঢ়সংকল্প ব্যক্তি ) : এককথার মানুষ না হলে লক্ষ্যস্থলে পৌছাতে পারে না ।

এপার ওপার ( চূড়ান্ত করা ) : ব্যাপারটার একটা এপার ওপার করে ফেলাে , এ ঝামেলা আর ভালাে লাগে না ।

একাদশে বৃহস্পতি ( সৌভাগ্য ; মহা সৌভাগ্য ) : লটারিতে দশ লক্ষ টাকাও পেলে আবার চাকরিটাও পেয়ে গেলে , তােমার তাে এখন একাদশে বৃহস্পতি ।

কড়ায় গণ্ডায় ( পুরােপুরি ) : তােমার পাওনা টাকা আমি কড়ায় গণ্ডায় শােধ করেছি ।

কপাট দেওয়া ( দরজা দেওয়া ; দোর দেওয়া ) : এ সন্ধ্যে বেলাতেই কপাট দিয়ে সবাই শুয়ে পড়েছ কেন ?

কলকাঠি নাড়া ( আড়াল থেকে নিয়ন্ত্রণ করা ) : আমার কথা সে শুনবে কেন ? তার বন্ধুরা যে কলকাঠি নাড়ছে ।

কলা দেখানাে ( ফাকি দেওয়া ; ঠকানাে ) : তােমাকে ভেংচাতে ভেংচাতে ও কলা দেখাতে দেখাতে যাব ।

কংস মামা ( নির্মম আত্মীয় ) ; তােমার মতাে কংস মামার হাতে পড়ে প্রাণটা যায় যায় ।

কই মাছের প্রাণ ( যে সহজে কাবু হয় না ; সহজে মরে না ) ; পকেট মারটার তাে কই মাছের প্রাণ এ সামান্য আঘাতে কিছুই হবে না ।

কলির সন্ধ্যা ( দুঃখের শুরু ) : মাত্র কলির সন্ধ্যা , এখনও দুঃখের অনেক বাকি।

কাটা ঘায়ে নুনের ছিটা ( এক কষ্টের ওপর অন্য কষ্ট ; যন্ত্রণার তীব্রতা বৃদ্ধি ) : ছেলেটা অপকর্মের দায়ে হাজতে গেল , তুমি আবার এসেছ মেয়ের ফষ্টিনষ্টির কথা শােনাতে , কাটা গায়ে নুনের ছিটা আর দিয়াে না ভাই ।

কাঁটা দিয়ে কাঁটা তােলা ( শত্রু দ্বারা শত্রু নাশ ) : খালিদ আমার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবে না , তার ঘনিষ্ঠ আত্মীয়কে আমি তার বিরুদ্ধে লাগিয়েছি , কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি ।

কাঁঠালের আঠা ( জটিল আঠা ) : পিরীতি যেন কাঠালের আঠা , লাগলে আর ছাড়ে না ।

কাঁঠালের আমসত্ত্ব ( অসম্ভব জিনিস ; অলৌকিক বস্তু ) : ঐ কৃপণ ব্যক্তি করবে গরিবকে সাহায্য , কাঁঠালের আমসত্ত্ব আর কী !

কান ভারি করা ( কুপরামর্শ দেওয়া ) : সমাজে কান ভারী করা লােকের অভাব নেই ।

কানাঘুষাে ( গােপন রটনা ) ; অন্যের দোষত্রুটি নিয়ে কানাঘুষাে করা ঠিক নয় ।

কিম্ভুতকিমাকার ( কদাকার ; কুৎসিত আকৃতিবিশিষ্ট ) : ঐ কিম্ভুতকিমাকার লােকটিকে দেখামাত্র বাচ্চাটি ভয় পেয়ে গেল ।

কুম্ভকর্ণের নিদ্রা ( গভীর ঘুম ) : রাকেশ কি কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন যে এত করে ডাকছি তবুও টের পাচ্ছে না ।

কুল কাঠের আগুন ( তীব্র জ্বালা ) : এসএসসি পরীক্ষায় ফেল করে হাসিবের মনে এখন কুল কাঠের আগুন জ্বলছে ।

কুরুক্ষেত্র কাণ্ড ( প্রচণ্ড যুদ্ধ ; প্রলয়ংকরী বিষয় ) : এ সামান্য ব্যাপার নিয়ে কুরুক্ষেত্র কাণ্ড বাধিয়ে দিলে ।

কাকভূষণ্ডি ( দীর্ঘজীবী ) : এ গ্রামের কাকভূষণ্ডি বুড়ােটা গতকাল মারা গেছেন ।

কচু বনের কালাচাদ ( অপদার্থ ) : আপনার মতাে কচু বনের কালাচাদ আমি জীবনে দেখি নি ; কোনাে কাজই ঠিকমতাে করতে পারেন না ।

কূপমণ্ডুক ( সংকীর্ণচেতা লােক ) : এরকম কূপমণ্ডুক হয়ে থাকলে সমাজের উন্নয়ন তাে দূরের কথা , নিজেরও উন্নয়ন ঘটবে না ।

কেতা দুরস্ত ( অত্যন্ত বিলাসী ; পরিপাটি ) : পােষাক আষাকে কেতা দুরস্ত হলেও আরিফা বেগমের দু বেলা দু মুঠো ভাতও জোটে না ।

খেজুরে আলাপ ( ধানাই - পানাই কথাবার্তা ; অকাজে কথা ) ; তােমাদের কাছে অকারণে খেজুরে আলাপ করতে আসি নি , কাজ আছে বলেই এসেছি ।

খয়ের খা ( চাটুকার ) : চাকরিতে খয়ের খা লােকেরাই উন্নতি করে ।

খাল কেটে কুমির আনা ( নিজের কাজের ফলে বিপদ ডেকে আনা ) : একজন নয় , দুই ভাগ্নেকে ঘরে এনে ঠাই দিয়ে খাল কেটে কুমির এনেছ ; কিছুদিন পর টের পাবে।

গলগ্রহ ( পরের করুণার পাত্র ) : অন্যের গলগ্রহ হয়ে থাকার মধ্যে কোনাে সম্মান নেই ।

গডডলিকা প্রবাহ ( অন্ধের মতাে অনুসরণ ; ভালােমন্দ বিচার না করে অন্যের চলন অনুসরণ ) : তােমাকে সবসময় বলেছি গডডলিকা প্রবাহে গা না ভামিয়ে দেশীয় সংস্কৃতি মেনে চলতে ।

গভীর জলের মাছ ( অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লােক ; সহজে যাকে ধরাছোঁয়া যায় না ) : মুকিত তাে গভীর জলের মাছ , ওকে বােঝা সহজ নয় ।

গােবর গণেশ ( অকর্মণ্য ; ব্যক্তিত্বহীন ও নির্বোধ ) ; আবুলের মতাে গােবর গণেশকে আমার বড় দোকানের কর্মচারী বানাব না ।

গােবরে পদ্মফুল ( নিকৃষ্ট স্থানে উৎপন্ন উৎকৃষ্ট বস্তু ; হীন কুলজাত মহৎ ব্যক্তি ) : বাবা নিরক্ষর ও দরিদ্র , কিন্তু ছেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট - একেবারে গােবরে পদ্মফুল ।

চম্পট দেওয়া ( পলায়ন ) : সুযােগ বুঝে চোরটি চম্পট দিল ।

চক্ষুশূল ( দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি ) : আমাদের দেশে এমন দিন আসবে যখন দুর্নীতিবাজরা জনগণের চক্ষুশূলে পরিণত হবে ।

চশমখাের ( চক্ষুলজ্জাহীন ) : চশমখাের লােকেরা দেশের সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে ।

ছায়া মাড়ানাে ( কাছে যাওয়া ) : অনেকদিন হলাে মিলি আমাদের বাড়ির ছায়া মাড়ায় না ।

ছেলের হাতের মােয়া ( অত্যন্ত সহজপ্রাপ্য জিনিস ) : বিসিএস পরীক্ষা দিয়ে সিভিল সার্জেন্ট হওয়া ছেলের হাতের মােয়া নয় ।

জগাখিচুড়ি ( অব্যবস্থা ) : খেলা শুরুর আগেই জগাখিচুরি অবস্থা শুরু হলাে ।

জগদ্দল পাথর ( গুরুভার ) : বন্ধু তুমি আমার ওপর সমিতির দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিন্ত হয়ে আছ ।

জলে কুমির ডাঙায় বাঘ ( উভয় সংকট ) : দুর্নীতিবাজ , রাজনীতিবিদ , ব্যবসায়ী ও আমলাদের এখন জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা ; একদিকে টাস্কফোর্সের তদন্ত , অন্যদিকে জনগণের বিরূপ মনােভাব ।

ঠুঁটো জগন্নাথ ( শক্তিমান হওয়ার সত্ত্বেও কার্য সম্পাদনে অক্ষম লােক ) : কালিদাস ঘরের নিভৃততম কোণে ঠুটো জগন্নাথ হয়ে চুপসে বসে থাকে ।

ডানা গজানাে ( সাবালক হওয়া ; অন্যের পরামর্শ ; সাহায্য ছাড়াই চলতে শেখা ) ; ডানা গজিয়েছে নাকি ? বাড়ির দোরের কোনাে পরামর্শ ছাড়াই মােবাইল ফোনের দোকান দিতে যাচ্ছি ।

ডুমুরের ফুল ( অদৃশ্য বস্তু ; ব্যক্তি ; দুর্লভ বস্তু ) ; রাজুকে আজকাল দেখাই যাচ্ছে না ; ডুমুরের ফুল হয়ে গেল না কি ?

ডাকের সুন্দরী ( বিখ্যাত সুন্দরী ; অতি সুন্দরী ) ; হলিউডের অভিনেত্রীরা ডাকের সুন্দরী , ছবিতে দেখিস না ।

ডানপিটে ( দুরন্ত ; অসীম সাহসী ) : তােমাদের মতাে ডানপিটে ছেলেরা প্রায়ই বিপদে পড়ে ।

ঢু মারা ( খোজ করা ) : তােমার বাড়িতে বেশ কবার ঢু মেরেও তােমাকে পাইনি ।

টেকির কুমীর ( অপদার্থ ) : টেকির কুমীর ছেলে দিয়ে এ বংশের নাম উজ্জ্বল আর হবে না ।

তটস্থ হওয়া ( বিচলিত হওয়া ; ভীত হওয়া ) : প্রজারা জমিদারের ভয়ে একসময় তটস্থ হয়ে থাকত ।

তাসের ঘর ( ক্ষণস্থায়ী ও ভঙ্গুর ঘর ; অতিশয় অনিশ্চিত অবস্থা ) : পুরােনাে ঢাকায় অনেক বাড়ি বসবাসের জন্যে ঝুঁকিপূর্ণ , বড় ধরনের ভূমিকম্পে তাসের ঘরের মতাে সেগুলাে ভেঙে পড়বে ।

তড়িঘড়ি ( দ্রুত ) : কোনাে কাজে তড়িঘড়ি করলে তা সুন্দর হয় না ।

তীর্থের কাক ( লােভী বা লােলুপ ব্যক্তি ; সাগ্রহ প্রতীক্ষাকারী ) : এখানে আর তীর্থের কাকের মতাে বসে থেকে লাভ নেই , যে যার জায়গায় চলে যাও ।

তুলসী বনের বাঘ ( সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন ) : বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য এটা সবার জানা , তবে তুলসী বনের বাঘকে চেনা কঠিন ।

তুলাধােনা করা ( ভর্ৎসনা ; কটুকথা ) : মারুফের বড় ভাই রাসেল সেদিন সবার সামনে জাহিদকে তুলাধােনা করল ।

দহরম - মহরম ( ঘনিষ্ঠ বন্ধুত্ব ; গভীর আন্তরিকতা ) : বেলালের সাথে তােমার দহরম - মহরম , অথচ ওর বিয়েতে তােমাকে নিমন্ত্রণও করল না ।

দা - কুমড়া সম্বন্ধ ( মারাত্মক শত্রুতা ; অহিনকুল সম্বন্ধ ) : বড় চাচাদের সাথে তােমাদের কয়েক বছর দা - কুমড়া সম্বন্ধ দেখছি ব্যাপারটা কী?

দুধের মাছি ( যে কেবল সুখের সময় আসে ) : আতিক হলাে দুধের মাছি , দেখবে তােমার দুর্দিনে বা প্রয়ােজনের সময় ওকে পাবে না ।

ধরাকে সরাজ্ঞান করা ( সকলকে তুচ্ছ ভাবা ) : ধনী হয়েছ বলে ধরাকে সরা জ্ঞান করাে না ।

ধর্মের কল ( সত্য ) : আপনারা সবাই জানেন ধর্মের কল বাতাসে নড়ে ।

ধােয়া তুলসী পাতা ( নির্দোষ লােক ) : যতই দাবি করুক না কেন , ওতাে ধােয়া তুলসী পাতা নয় ।

পরের ধনে পােদ্দারি ( অন্যের অর্থের সাহায্যে কর্তৃত্ব ফলানাে ) : ওরকম পরের ধনে পােদ্দারি করতে সবাই পারে , নিজের টাকা খরচ করে দেখাও দেখি ।

পাকা ধানে মই দেওয়া ( সুসম্পন্ন কাজ নষ্ট করা ; মারাত্মক ক্ষতি করা ) : আমি কি তােমার পাকা ধানে মই দিয়েছি যে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে ?

বাপের বেটা ( পিতার যােগ্য পুত্র ) : বাপের বেটার মতাে এখনই সবাইকে সত্যটা বলে ফেলাে ।

ব্যাঙের সর্দি ( অসম্ভব ব্যাপার ) : প্রাণতােষ টাকা দান করেছেন । এ ব্যাঙের সর্দি ছাড়া আর কী ?

বুদ্ধির দৌড় ( চিন্তাশক্তি ; বুদ্ধির সীমা ) : তােমার বুদ্ধির দৌড় কত দূর তা সবাই জানে ।

বজ্র আঁটুনি ( কড়া কড়ি ) : হাই স্কুলে বজ্র আঁটুনি না থাকলে ছেলেরা নষ্ট হয়ে যেতে পারে ।

বিড়াল তপস্বী ( ভণ্ড ব্যক্তি ; সাধুর বেশে দুষ্টলােক ) : দু - তিন গ্রামের লােক মাহবুব মিয়াকে সাধু মানলেও , তারা এখনও জানে না তিনি বিড়াল তপস্বী ।

বুদ্ধির টেকি ( নির্বোধ ; নিতান্ত স্থূলবুদ্ধি ) : তুমি তাে বুদ্ধির টেকি , তােমাকে আমি কোনাে কাজ দিতে পারব না ।

বিসমিল্লায় গলদ ( শুরুতেই ভুল ; গােড়ায় গলদ ) : এমনি কঠিন অংক , তারপর বিসমিল্লায় গলদ হলে কীভাবে মিলবে ?

বিড়ালের আড়াই পা ( ক্ষণস্থায়ী রাগ বা অভিমান ) : মা বকা দেয়ার পর আমার বিড়ালের আড়াই পা হয়েছিল ।

ভূতের বেগার খাটা ( নিষ্ফল পরিশ্রম ) : সারাজীবন ভূতের বেগার খেটেও ফল পেলাম না ।

ভীমরতি ( বুড়াে বয়সে বুদ্ধি ভ্রংশ ) ; কিরণের ভীমরতি হয়েছে , না হলে পঞ্চাশ বছর বয়সে বিয়ে করে ।

ভিটায় ঘুঘু চরা ( সর্বস্বান্ত ) : আগেকার দিনে অনেক জমিদারই প্রজার ভিটায় ঘুঘু চরাতেন ।

ভানুমতির ভেলকি ( জাদুবিদ্যা , কুহকবাজি ; ভােজবাজি ) : এ দুর্দিনে আকাশ এসে যেন ভানুমতির ভেলকি দেখাল ।

মানিকজোড় ( অন্তরঙ্গ বন্ধু ) : সুজা তােমার মানিকজোড় , ওকে তােমার বিপদে খবর দাও ।

মাথায় খুন চাপা ( অসম্ভব রাগ হওয়া ) : সুদীপ্তের কথাটা শােনামাত্র তার মাথায় খুন চেপে গেল ।

মােমের পুতুল ( যে অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ে ) : ইকবাল একটা মােমের পুতুল , ওকে দিয়ে ক্যাশিয়ারের কাজ চালানাে যাবে না ।

মগের মুল্লুক ( অরাজক রাষ্ট্র ) : এটা মগের মুল্লুক নয় , আপনি যা খুশি তা - ই করতে পারেন না ।

মগজ ধােলাই ( বার বার বলে বলে কাউকে পুরনাে ধারণা ত্যাগ করে নতুন কিছু গ্রহণে বাধ্য করা ) : দালাল শ্রেণির কাজই হলাে ভালাে মানুষের মগজ ধােলাই করে স্বার্থ হাসিল করা ।

মরণ - কামড় ( মরণপণ চেষ্টা ; প্রতিহিংসার শেষ ও মরিয়া চেষ্টা ) : চৌধুরীকে চেনেন না , উনি আপনার ক্ষতি করার জন্যে একবার মরণ - কামড় না দিয়ে ছাড়বেন না ।

মাকাল ফল ( সুদর্শন অথচ নিষ্ঠুর্ণ ব্যক্তি ) : শুধু চেহারা ভালাে ভেবে ওকে চাকরিতে নিচ্ছেন ও তাে একটা মাকাল ফল ।

মাটি কামড়ানাে ( সহ্য করে থাকা ) : ও বাড়িতে মাটি কামড়ে থাকো , আখেরে ফল পাবে ।

যাচ্ছেতাই ( নিকৃষ্ট ) ; কাজটা একেবারে যাচ্ছেতাই হয়েছে ।

যমের অরুচি ( এমন ঘৃণিত যাকে যমেও গ্রহণ করে না ) : হানাদার বাহিনীর সহযােগী রাজাকারদের প্রতি যেন যমেরও অরুচি ৷

যষ্টিপ্রাণ ( বৃদ্ধ ) : যষ্টিপ্রাণ শাকিবকে নিয়ে বাড়ির সকলের এত জ্বালা উঠেছে কেন ?

রাঘব বােয়াল ( মস্ত বড় ) : বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে রাঘব বােয়ালদের আটক করেছে ।

রাবণের চিতা ( অন্তহীন যন্ত্রণা ; চির অশান্তি ) : পিতৃহীন ছেলের মৃত্যুতে বৃদ্ধার বুকে রাবণের চিতা জ্বলছে ।

লাগামছাড়া ( যথেচ্ছাচারী ; অবাধ ; অসংযম ) ; লাগামছাড়া খরচ করে ছেলে দুটো বাবার ব্যবসায়ের বারােটা বাজিয়ে দেবে ।

লেফাফাদুরস্ত ( কপট ; বাইরের আদব কায়দায় ত্রুটিহীন কিন্তু আসলে ফাঁকিবাজ ) : মুশফিকের লেফাফাদুরস্ত আচরণ গাঁয়ের মানুষ সহজেই বুঝে ফেলেছে ।

লক্ষ্মীছাড়া ( হতভাগ্য ; দুষ্টু ) : লক্ষ্মীছাড়া বালকটি বাবা - মা কারও কথায় নিয়মিত পড়ার টেবিলে বসে না ।

লঙ্কাকাণ্ড ( তুমুল কাণ্ড ; বিরাট ঝগড়াঝাটি ) : গাছ থেকে আম পাড়া নিয়ে প্রতিবেশী দুই বাড়ির মধ্যে লঙ্কাকাণ্ড বেঁধে গেল ।

লােহার কার্তিক ( কালাে কুৎসিত লােক ) : চেহারা লােহার কার্তিক অথচ কণে পক্ষের কাছে যৌতুক বাবদ ৫ লাখ টাকা চেয়েছ , আয়নায় মুখটা দেখেছ তাে ?

শনির দশা ( অতিশয় দুঃসময় বা অশুভ কাল ও দুর্দশা ) : করিম কপালে করাঘাত করে বলল , এ আমার শনির দশার ফল ।

শাঁখের করাত ; শাকের করাত ( উভয় সংকট ) : সংসার আমার কাছে একটা শাঁখের করাত হয়ে দাড়িয়েছে , সংসার করা না করা দুই - ই অত্যন্ত ঝামেলার ।

শিকেয় তােলা ( স্থগিত রাখা ; মুলতবি রাখা ) : পরীক্ষা শেষ তাই পড়াশুনা শিকেয় তুলে রেখে দিলে ।

শেষ রক্ষা ( শুভ সমাপ্তি ) : কাজটির শেষ রক্ষা হলেই মঙ্গল ।

শকুনি মামা ( যে ব্যক্তি কুবুদ্ধি দিয়ে গৃহবিবাদ বাঁধায় ) : তুমি এই শকুনি মামার সাথে সম্পর্ক ছাড়াে , নইলে ফাদে পড়বে ।

শিবরাত্রির সলতে ( একমাত্র বংশধর ; বাবা - মার একমাত্র সন্তান ) : কাকা তার শিবরাত্রির সলতে রাহুলকে বিদেশ যেতে দিলেন না ।

শাক দিয়ে মাছ ঢাকা ( গােপন করা ) : শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করাে না , তােমার আয়ের উৎস কী তা সবাই জানে ।

সলিল সমাধি ( জলে ডুবে মরা ) : গত বছর মেঘনায় লঞ ডুবিতে প্রায় পঞ্চচাশ জন লােকের সলিল সমাধি হয়েছে ।

সাতঘাটের কানাকড়ি(অকিঞ্চিৎকর সংগ্রহ ) : এলাকার গরিব মানুষের অবস্থা ভালাে নেই , সাতঘাটের কানাকড়ি যা অর্থ আছে তাও ফুরিয়ে যাচ্ছে ।

সাত সতিনের ঘর ( কলহপূর্ণ সংসার ) : একি সাত সতিনের ঘর , যে সারাদিন ছুঁচোর কচকচি লেগেই থাকবে ?

সাপে - নেউলে ( চিরশত্রুতা ; অহিনকুল সম্পর্ক ) : দু ভাইয়ের যে সাপে - নেউলে সম্পর্ক তাতে কেউ কারও কথা শুনবে বলে মনে হয় না ।

সােনায় সােহাগা ( চমৎকার মিলন ) : বর - কনে দু জনেই উচ্চ শিক্ষিত , একেবারে সােনায় সােহাগা ।

সােনার হরিণ ( দুর্লভ বস্তু ) : হাতের পাঁচ ছেড়ে সােনার হরিণের পেছনে ছুটে লাভ নেই ।

হ - য - ব - র - ল ( বিশৃঙ্খলা ; এলােমেলাে ) : রাজীবের ঘরের সবকিছু এমনকি বইপত্রও হ - য - ব - র - ল হয়ে আছে ।

হরবােলা ( বিভিন্ন কথা যে বলতে পারে বা বলে ) : আমাদের সমাজের আনাচে - কানাচে হরবােলার খুব অভাব নেই ।

হাড় - বজ্জাত ( অতি দুষ্ট প্রকৃতির লােক ) : হাড় বজ্জাত লিটনের সাথে ঘুরে বেড়ালে লাল ঘরে যেতে হবে ।

হাতির খােরাক ( প্রচুর ব্যয় ; বিরাট খরচ ) ; দশজনের সংসারের হাতির খােরাক আমার মতাে স্বল্প আয়ের চাকরিজীবীর পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না ।

হাটে হাঁড়ি ভাঙা ( গােপন বিষয় প্রকাশ্যে ফাঁস করা ) : তােমার হাঁড়ির খবর আমি জানি , আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে হাটে হাঁড়ি ভেঙে দেব ।

হরিলুট ( অপচয় ) : পরের টাকা পেলেই হরিলুট করতে হয় না ।


আরো পড়ুনঃ