একটি নদীর আত্মকাহিনী প্রবন্ধ রচনা
একটি নদীর আত্মকাহিনী
আমি সুরমা । নাম শুনে তােমরা হয়তাে ভুল করে বসবে । আমি চোখে দেয়ার সুরমা ’ নই । আমি নদী , আমার নাম সুরমা । তবে তােমরা চোখে যে সুরমা ব্যবহার কর , তা অপেক্ষা আমি তােমাদের অনেক বেশী উপকারে লাগি । তােমাদের বাংলাদেশেরই এক প্রান্তে আমার বাস । তবে এক প্রান্তে বাস করলেও আমি গােটা বাংলাদেশের লোককে বড় ভালবাসি ও তাদের নানা উপকার করে থাকি । বিশ্বাস হয় না বুঝি ? তা হলে আমার জীবন কাহিনী পড়ে দেখ । আমি যে কত উপকার করে থাকি , আমার মত নদী না হলে যে এ দেশের মানুষের চলে না , তা আমার জীবন কাহিনী পড়লেই বুঝতে পারবে ।
আমার আদি নিবাস আসামে । কিন্তু আসাম আমার জন্মস্থান হলেও প্রতিবেশী বাংলাদেশ আমাকে বড় আকর্ষণ করে । বড় মনােরম এ বাংলাদেশ । এ দেশের মাটি বড় সরস লোকজন বড় সরল , বনবাদাড় , গ্রামগঞ্জ বড় সুন্দর । তাই এদেশ আমার কাছে বড় ভাল লাগে এবং এ দেশের মাটিতে বিচরণের জন্য আমার অদম্য ইচ্ছা জাগে । তাই জন্মের কিছুকাল পরে আমি আমার জন্মভূমির মাটি ছেড়ে বাংলাদেশের মাটিতে প্রবেশ করি । যেহানে আমি বাংলাদেশের মাটিতে প্রবেশ করি , সেস্থানের নাম জালালাবাদ বা শ্রীহট্ট । অবশ্য খুব সহজে আমি সেস্থানে ঢুকতে পারিনি । কি কৌশলে আমি সেখানে ঢুকেছি , সেকথা আজ আমি তােমাদেরকে বলছি ।
আসাম উপত্যকার দু পাশ দিয়ে দু'টি নদী বয়ে গিয়েছে । তার দক্ষিণ দিকেরটাই হলাম আমি । মণিপুরের উত্তর ধার দিয়ে যে পর্বতশ্রেণী উচু হয়ে হিমালয়ের সর্বশেষ পূর্বপ্রান্ত পর্যন্ত গিয়েছে তারই এক জায়গা হতে আমি একদিন সমতল ভূমিতে নেমে আসতে থাকি । দক্ষিণ - পশ্চিম দিকে আমার এ যাত্রা অত্যন্ত ধীরগতিতে হেলে দুলে চলতে থাকে । প্রায় ১৬০ কিলােমিটার পথ এমনিভাবে চলার পর সমতল ভূমিতে পৌছার আগ পর্যন্ত। আমার আরও একটি নাম আছে । এ নাম আমার যৌবনকালের ' সুরমা ' নাম নয় , বাল্যকালের ডাকনাম ‘ বরাক ' । ছেলেমেয়ে বড় হয়ে গেলেও বাপ - মায়ের দেয়া আদুরে নামটি যেমন কেউ ছাড়তে চায় না , আমার এ নামটিও তেমনি । যদিও এ নামটি এখন আর আমার পছন্দ হয় না , তবু লােকে এ নামেই আমাকে ডাকে । এ নামে চলার পথে আমি মণিপুর হতে নাগা পাহাড়কে পৃথক করে দিয়েছি । ' বরাক নামে আমি আসামে কাছাড় জেলার ভেতর দিয়ে পথ চলছিলাম , কিন্তু বদরপুরের কয়েক কিলােমিটার পশ্চিমে ভাঙ্গার বাজার নামক স্থানে পৌছে আমি সুরমা ও কুশিয়ারা নামে দু'ভাগে বিভক্ত হয়ে পড়ি । এখান হতে সিলেটের দক্ষিণ দিকে আমার চলার পথকে লােকে ' সুরমা ' বলেই ডাকে ।
সুরমা নামে চলতে চলতে আমি আরাে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে পড়ি এবং মালিতে পৌছে আমার এক শাখা কুশিয়ারার সাথে আবার একত্রিত হই । এর কিছু পরে মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে এসে আমার এক পুরাতন বন্ধু ব্রহ্মপুত্রের সাথে মিলিত হই । অবশ্য আমার এ পুরাতন বন্ধুর সাথে দেখা করতে আমাকে বিস্তর পথ চলতে হয়েছে । ইতােমধ্যে আমি প্রায় নয়শত পঞ্চাশ কিলােমিটার পথ পিছনে ফেলে এসেছি।
আমাকে যতখানি নিরীহ ও শান্ত মনে কর , আসলে আমি তত নিরীহ নই । শ্রীহট্ট জেলায় আমি তেমন গভীর নই । এজন্য চঞ্চলা মেয়ের মত আমি এখানে কিছুটা দুষ্টামিও করি । বলতে পার , আমি কতকটা ক্ষ্যাপা মেয়ের মত আচরণ করি । তবে বর্ষাকালে আমার মনমেজাজ বড় একটা ভাল থাকে না । এ সময় আমি যেন যৌবন লাভ করি , শরীরে যেন নতুন বল সম্ভার হয় , আর সেই আবেগে বনবাদাড় , মাঠঘাট , বাড়ীঘর , গাছপালা সবকিছু একেবারে ভাসিয়ে দেই । এতে অবশ্য আপাততঃ অনেকের দুঃখ - কষ্ট হয় বটে , তবে পরিণামে ফল তাদের পক্ষে ভালই হয় । মাঠেমাঠে প্রচুর ফসল ফলে । আমি মানুষের জন্য সওগাত হিসেবে যে পলি বহন করে আনি , তা মাটিকে উর্বর করে , আর তাতে মানুষের মঙ্গল হয় । যারা বেঁচে থাকে , তারা খেয়ে পরে সুখে থাকে ।
তােমরা মানুষজাত বড় ধৈর্যহীন । আমি যৌবনের আবেগে যখন উথলে উঠি , দু'কূল প্লাবিত করি , তখন তােমরা তা সহ্য করতে পার না । আমার পথে বাধ দিয়ে আমাকে দমন করতে বা ঠেকাতে চাও । ফেঞ্চুগঞ্জ হতে মানিককণা পর্যন্ত আমার চলার পাশে মাটির পাহাড় গড়ে তুলে আমাকে ঠেকাতে চেষ্টা করেছ , কিন্তু এতে তােমাদের কি লাভ হয়েছে ? আমাকে কতটুকু ঠেকাতে পেরেছ ? এ বৃষ্টি - বাদলের দেশে আমাকে কতটুকুই বা শান্ত করতে পেরেছ ? আমার যখন মর্জি হয় , তখন আমি শান্ত থাকি , যখন আবেগে ফেটে পড়ি , তখন বাঁধ ভেঙ্গে ছুটে চলি , তােমাদের সাথে দেখা না করে থাকতে পারি না।
আমি তােমাদের কি প্রয়ােজনে লাগি , সে কথাটি না বললে আমার জীবন কাহিনী অপূর্ণ থেকে যাবে । তাই প্রাসঙ্গিক কারণেই সেই কথাটা তুলছি । যখন রেল ছিল না , তখন আমিই ছিলাম বাংলাদেশের পূর্বাঞ্চলের একমাত্র বাণিজ্যপথ । এখন রেল হয়েছে , জায়গায় জায়গায় আমার উপর সেতুও তৈরি হয়েছে , কিন্তু তাই বলে আমার প্রয়ােজন একেবারে শেষ হয়েছে , এমন কথা ভাবিও না । বর্ষার সময় বড় বড় জাহাজ নানা প্রকার পণ্যদ্রব্য নিয়ে আমার কুশিয়ারার উপর দিয়ে চলাচল করে । আমার দু'পাশ দিয়ে অসংখ্য ব্যবসাকেন্দ্র গড়ে উঠেছে । বছরে বার মাস আমার শাখা - প্রশাখার উপর দিয়ে কত যে দেশী নৌকা পাল তুলে ভেসে বেড়ায় , তার হিসেব করা কঠিন । যেখানে আমি পাহাড় পর্বতের মধ্য দিয়ে চলাচল করি , সে সব স্থারে দু'পাশে সবুজ তরুলতা , গাছপালা গজিয়ে উঠেছে । এ সবুজ বনানীর একটা আলাদা আকর্ষণ আছে , একটা আলাদা রূপ আছে , যা সকলের চোখ জুড়িয়ে দেয় , মনকে আনন্দে উৎফুল্ল করে । আমার সেই স্নিগ্ধ শ্যামল রূপটি তােমরা কেউ দেখতে আসলে আমি বড়ই খুশী হব।
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের নিবন্ধগুলিতে মন্তব্য করার সময় দয়া করে শ্রদ্ধাশীল এবং গঠনমূলক হন। অনুপযুক্ত, আপত্তিকর, বা অফ-টপিক মন্তব্য মুছে ফেলা হবে। আসুন ABC আইডিয়াল স্কুলের সকল পাঠকদের জন্য একটি ইতিবাচক এবং শিক্ষামূলক পরিবেশ বজায় রাখি। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!