Falling Bodies Calculator
পড়ন্ত বস্তুর ক্যালকুলেটর (Laws of Falling Bodies)
সূত্রঃ v = u + g t , h = u t + ½ g t² , v² = u² + 2 g h
ইনপুট (প্রত্যেকের আলাদা ইনপুট)
গ্রাফ
নীল = h(t) (distance), সবুজ = v(t) (velocity)।
ব্যবহৃত সূত্রসমূহ (Laws of Falling Bodies)
1) v = u + g·t
2) h = u·t + ½·g·t²
3) v² = u² + 2·g·h
ব্যবহার বিধি (ক্লিক করুন)
- প্রত্যেক ভ্যারিয়েবল (h,u,v,t)–এর জন্য আলাদা ইনপুট বক্স আছে; g ফিক্সড (9.8)।
- ইনপুট দিন; Enter টগল অন থাকলে Enter চাপলেই গণনা হবে। অথবা “গণনা করুন” চাপুন।
- যতক্ষণ পর্যাপ্ত ইনপুট নেই, ততক্ষণ অনুপস্থিত ভ্যারিয়েবল নির্ণয় করা যাবে না — সেক্ষেত্রে সতর্কবার্তা দেখানো হবে।
- রিসেট করলে সব ইনপুট এবং গ্রাফ মুছে যাবে।