Equations of Motion calculator

গতির সমীকরণ ক্যালকুলেটর — Equations of Motion

সূত্র: s = u·t + ½·a·t² , s = V·t , v² = u² + 2·a·s , v = u + a·t

ইনপুট (প্রত্যেক ভ্যারিয়েবলের জন্য আলাদা ইনপুট)

s = ut + ½ a t² কিংবা s = V·t ইত্যাদি সূত্রে ব্যবহৃত
সূত্র s = V·t প্রয়োগ করতে এই V ব্যবহার করুন (প্রয়োজনে)

গ্রাফ (s(t) — নীল, v(t) — সবুজ)

গ্রাফ রেসপনসিভ; হাই-DPI সাপোর্ট আছে; রিসাইজ করলে স্বয়ং আপডেট করুন

ব্যবহৃত সূত্রসমূহ

1) s = u·t + ½·a·t²
2) s = V·t
3) v² = u² + 2·a·s
4) v = u + a·t
ব্যবহার বিধি (ক্লিক করুন)
  1. প্রত্যেক ভ্যারিয়েবলের (s,u,v,V,t,a) জন্য আলাদা ইনপুট আছে — আপনি যেকোনো ভ্যারিয়েবল দেন।
  2. যতক্ষন পর্যাপ্ত ইনপুট নেই ততক্ষন অনুপযুক্ত ভ্যারিয়েবল গণনা করা যাবে না। কোড অটোমেটিকভাবে প্রযোজ্য সূত্র খুঁজে বের করে অনুপস্থিত ভ্যারিয়েবলগুলো বের করার চেষ্টা করে।
  3. Enter টগল ইতিবাচক থাকলে ইনপুটে Enter চাপলেই গণনা হবে।
  4. রিসেট করলে সব ইনপুট ও ফলাফল মুছে যাবে।
Equations of Motion ক্যালকুলেটর - পদার্থ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে