Acceleration Calculator

ত্বরণের (Acceleration) ক্যালকুলেটর

সমবেগে ত্বরণ (SUVAT), নিউটনের দ্বিতীয় সূত্র (F=ma), ও বৃত্তীয় গতি—সব এক জায়গায়।

ইনপুট — SUVAT

কমপক্ষে ৩টি রাশি দিন; বাকিগুলো ক্যালকুলেটর বের করে দেবে।

ফলাফল — SUVAT

u → v (v = u + a t)
s = ut + (1/2) a t²
v² = u² + 2 a s
s = ((u+v)/2) t
a = (v − u)/t

ব্যবহৃত সূত্রসমূহ

SUVAT (Constant Acceleration)

v = u + a t
s = u t + (1/2) a t²
v² = u² + 2 a s
s = ((u + v)/2) t
a = (v − u) / t

Newton's Second Law

F = m a

Uniform Circular Motion

a₍c₎ = v² / r = ω² r
ব্যবহার বিধি (ক্লিক করে দেখুন)
  1. SUVAT ট্যাবে u, a, t বা s/v এর যেকোন ৩টি দিন; বাকি রাশি বের হবে। গ্রাফে s–t কার্ভ আঁকা হবে।
  2. F = ma ট্যাবে F, m, a—যেকোন ২টি দিন; তৃতীয়টি পাবেন। গ্রাফে a বনাম F (m ধ্রুব) বা a বনাম 1/m (F ধ্রুব) আঁকা হয়।
  3. বৃত্তীয় ট্যাবে v ও r দিলে a₍c₎ পাবেন; প্রয়োজনে ω থেকে অন্যগুলোও নির্ণয় করবে। গ্রাফে a₍c₎ বনাম r বা a₍c₎ বনাম v দেখানো হয়।
  4. Enter চাপলেও গণনা হবে। রিসেট চাপলে ডিফল্ট ইনপুট ফিরে আসে।

এই টুলটি পদার্থ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে