ভাব-সম্প্রসারণ: সুধালো স্ফটিক , “ সাগর হতে কি অধিক ধনবান ? ” জ্ঞানী বলে , “ বাছা তুষ্ট হৃদয় তারো চেয়ে গরীয়ান

সুধালো স্ফটিক , “ সাগর হতে কি অধিক ধনবান ?
” জ্ঞানী বলে , “ বাছা তুষ্ট হৃদয় তারো চেয়ে গরীয়ান ।”

মূলভাব : ক্ষুদ্র হৃদয়ই কেবল নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিজের মধ্যে অহংয়ের জন্ম দেয় । অহং ও অতৃপ্তি মানবজীবনকে বিড়ম্বিত এবং কলুষিত করে ।

সম্প্রসারিত ভাব : ক্ষুদ্র স্ফটিক - খণ্ড নিজের অস্বচ্ছতা নিয়ে আত্মগরিমায় আক্রান্ত হতে পারে । সাগরের বুকে একখণ্ড স্ফটিকের অবস্থান নিতান্তই নগণ্য । সাগর সীমাহীন , অসীম তার জলবক্ষ । সাগর বুকে ভাসতে ভাসতেই স্ফটিক সাগরের সাথে নিজের তুলনা করতে শুরু করে । এ ধরনের মানসিকতা নিতান্তই হীন চেতনার প্রমাণ । ক্ষুদ্রমনা মানুষ নিজের দৈন্য ও তুচ্ছতা সম্পর্কে চিন্তা না করে আত্ম অহমিকায় ভোগে । এ ধরনের মানুষ অতৃপ্তিজনিত মানসসংকটেরও শিকার হয় । নিজের ক্ষুদ্রত্ব সম্পর্কে সচেতন হলেই কেবলমাত্র মানুষের পক্ষে এ ধরনের মানসসংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব । যারা জ্ঞানী , উদার ও সংস্কারমুক্ত তারা নিজের যা কিছু আছে সে সম্পর্কে সচেতন থাকেন এবং অবাস্তব কামনায় নিজের হৃদয়কে অতৃপ্তির আগুনে দগ্ধ করে না । তৃপ্ত - হৃদয় মানুষ সুখী এবং সাগরের চেয়েও গরীয়ান । সাগরের কাছে ঋণী কিংবা কোনো ক্ষুদ্রতা তাকে স্পর্শ করে না । সাগরের অতল - স্পর্শী গভীরতা আর পরিতৃপ্ত আত্মশুদ্ধ মানুষ প্রকৃতির সাদৃশ্যে তুলনীয় । মানব - হৃদয় সাগর নয় ; সাগরের অসীমতাই তার উদারতার প্রমাণ ।

মন্তব্য : আমাদের সকলকে নিজের অবস্থান সম্পর্কে সচেতন থেকে যা সম্ভবের মধ্যে তা নিয়েই পরিতৃপ্ত থাকা উচিত ।


আরো পড়ুন: